/* */
   Wednesday,  Sep 26, 2018   8 PM
Untitled Document Untitled Document
শিরোনাম: •পবিত্র আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আছাদুজ্জামান মিয়া •বান্দরবানে কৃষি ব্যাংকের উদ্যোগে সিংগেল ডিজিট সুদে ঋণ বিতরণ •সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম বিদেশ সফর •জাতিসংঘ অধিবেশনে যোগদিতে শুক্রবার প্রধানমন্ত্রীর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ •রোহিঙ্গা বসতিতে কক্সবাজারের জীববৈচিত্র্য হুমকির মুখে : ইউএনডিপি •মর্যাদার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান •সংসদে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮ পাস
Untitled Document

আসুসের ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সেলফি স্মার্টফোন

তারিখ: ২০১৫-০৬-০৩ ০০:৫৯:২২  |  ২৭২ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

ডেস্ক রিপোর্ট  বেশিরভাগ স্মার্টফোনেই ব্যাক ক্যামেরাটিকে খুব উন্নত করা হয়, কিন্তু সেলফির তোলার ফ্রন্ট ক্যামেরাটি থাকে সে তুলনায় অনেকটাই দুর্বল। সেলফি প্রেমীদের আকর্ষণীয় সেলফি তোলার সুবিধা দিতে সম্প্রতি আসুস উন্মোচন করেছে তাদের নতুন মডেলের স্মার্টফোন ‘আসুস জেনফোন সেলফি’।

 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের খবরে বলা হয়েছে, জেনফোন সেলফি মডেলের এই স্মার্টফোনটি উন্মুক্ত করা হয়েছে তাইওয়ানের কম্পিউটেক্স ২০১৫ সম্মেলনে। আসুসের পক্ষ থেকে তাদের নতুন জেনফোন সেলফি স্মার্টফোনটিকে অভিহিত করা হয়েছে সেলফির জন্য বিশেষ স্মার্টফোন হিসেবে।

 

আকর্ষণীয় সেলফি তোলার সুবিধার্থে জেনফোন সেলফি স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ডুয়াল এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ। এ ছাড়া ৮৮ ডিগ্রি ভিউতে সেলফি তোলার সুবিধা ছাড়াও ১৪০ ডিগ্রি সেলফি শট নেওয়ার জন্য সেলফি প্যানারোমা মোড রয়েছে। রেয়ার ক্যামেরাটিও ১৩ মেগাপিক্সেলের। রয়েছে লেজার অটো ফোকাস সুবিধা

 

অন্যান্য ফিচারের মধ্যে স্মার্টফোনটি রয়েছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টা কোর প্রসেসর, ফুল এইচডি রেজ্যুলেশনের (১৯২০ বাই ১০৮০) আইপিএস প্রযুক্তির ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৪।

 

তবে স্মার্টফোনটি কবে নাগাদ বাজারে পাওয়া যাবে কিংবা এর মূল্য কত হতে পারে, সে সম্পর্কে এখনো কিছু জানায়নি আসুস কর্তৃপক্ষ।

 

 


এ পাতার অন্যান্য সংবাদ

•বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের দাম এত বেশী কেন? •মাত্র পাঁচ মিনিটে স্মার্ট ফোন চার্জ করা যাবে! •ফেসবুক ব্যবহারে সারা পৃথিবীতে দু'নম্বরে ঢাকা •এক হলো রবি-এয়ারটেল •বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের অর্ধেক কাজ সমাপ্ত. তারানা হালিম। •বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা •পৌ‌নে ২ ঘণ্টা সময় দিলেন প্র‌তিমন্ত্রী তারানা হা‌লিম। •সিম নিবন্ধন, শেষ সময় ৩০ এপ্রিল রাত ১০টা তারানা হালিম
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document