/* */
   Friday,  Jun 22, 2018   05:50 AM
Untitled Document Untitled Document
শিরোনাম: •সিসিলিতে ৫২২ অভিবাসী নিয়ে ইতালির উপকূলরক্ষী জাহাজের অবতরণ •সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি তথ্য সচিবের আহ্বান •বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে : প্রধানমন্ত্রী •মানবসম্পদ উন্নয়নে জাপান ৩৪ কোটি টাকার অনুদান দেবে •সৌদি আরবকে হারিয়ে রাশিয়াকে নিয়ে শেষ ষোলোতে উরুগুয়ে •গণভবনে মহিলা ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা •প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার অক্টোবরে গঠিত হতে পারে : ওবায়দুল কাদের
Untitled Document

মোবাইল কল ব্যয় বাড়ছে নতুন অর্থবছরে

তারিখ: ২০১৫-০৬-০৪ ২৩:৫০:১৫  |  ২৩৭ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

বাংলার বর্ণমালা      মোবাইল সিমকার্ডের ওপর ৫ শতাংশ হারে করারোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর এটা পাশ হলে আগামী অর্থবছর থেকে বেড়ে যাবে মোবাইল ফোনের কল ব্যয়। 

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী প্রস্তাব করেন, মোবাইল ফোনের সিম কার্ড এবং আরইউআইএম কর্তৃক প্রদত্ত সেবার ওপর আমি ৫ শতাংশ হারে সম্পূরক করারোপের প্রস্তাব করছি।

চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ৪৭ লাখ। একইসঙ্গে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে ৪ লাখেরও বেশি বলে জানান অর্থমন্ত্রী। 

অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে সিমকার্ডে করারোপের ঘোষণা অনুযায়ী মোবাইল ফোনে প্রতি মিনিটের কল ব্যয় বর্তমানে ১ টাকা হলে আগামী অর্থবছর থেকে এর সঙ্গে ৫ পয়সা বাড়তি খরচ করতে হবে গ্রাহককে। অর্থাৎ সরকারি হিসেবে প্রতি মিনিটের কল ব্যয় হবে ১টাকা ০৫ পয়সা। 

এছাড়া, প্রতিবার একটি সিমকার্ড ইস্যু এবং প্রতিস্থাপন করতে হলে গ্রাহককে ১০০ টাকা করে দিতে হবে সিম কোম্পানীকে। এর আগে সিম ইস্যু করতে গ্রাহককে ৩০০ টাকা খরচ করতে হতো। আর প্রতিস্থাপনে খরচ হতো ১০০ টাকা। কিন্তু প্রস্তাবিত বাজেটে উভয় ক্ষেত্রেই ১০০ টাকা নির্ধারণ করে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

মোবাইল ফোনের জনপ্রিয়তার কথা বিবেচনা করে এর মাধ্যমে দেশের সকল জেলা এবং সকল উপজেলা পর্যায়ে মোবাইল স্বাস্থ্যসেবা চালু করারও ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করবে বলে তিনি জানান।

-


এ পাতার অন্যান্য সংবাদ

•মাত্র পাঁচ মিনিটে স্মার্ট ফোন চার্জ করা যাবে! •ফেসবুক ব্যবহারে সারা পৃথিবীতে দু'নম্বরে ঢাকা •এক হলো রবি-এয়ারটেল •বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের অর্ধেক কাজ সমাপ্ত. তারানা হালিম। •বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা •পৌ‌নে ২ ঘণ্টা সময় দিলেন প্র‌তিমন্ত্রী তারানা হা‌লিম। •সিম নিবন্ধন, শেষ সময় ৩০ এপ্রিল রাত ১০টা তারানা হালিম • যে ভাবে নাম্বার গোপন রেখে কল করবেন
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document