/* */
   Monday,  Dec 17, 2018   04:32 AM
Untitled Document Untitled Document
শিরোনাম: •স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকতে সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান •মনোনয়ন বাতিলের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল ইসিতে খারিজ •মনোনয়ন না পাওয়া দলের প্রার্থীদের মহাজোট প্রার্থীর পক্ষে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ শেখ হাসিনার •নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে ‘রাজনৈতিক’ সহযোগিতার প্রস্তাব দেয় রাশিয়া •টেকনোক্রেট কোন মন্ত্রী কেবিনেটে থাকছেন না : ওবায়দুল কাদের •বেগম রোকেয়া দিবস কাল •আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজ . বাংলাদেশ। ওয়ানডে সিরিজ
Untitled Document

শুরু নয়া জার্নি

তারিখ: ২০১৫-০৬-০৫ ২০:২৭:০৪  |  ৪৬৩ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

বাংলার বর্ণমালা  ডেস্ক     ‘যোদ্ধা’ দেবের হিরোগিরি এবার বিরসা দাশগুপ্তর ছবিতে৷ সঙ্গে আছেন মিমি, শ্রাবন্তী৷ হয়ে গেল সে ছবির মহরৎ৷

 বিরসার ছবিতে এর আগে ক্যামিও রোলে দেখা গিয়েছিল দেবকে৷ তবে এবার তিনি পূর্ণদৈর্ঘ্যের চরিত্রে৷ এর আগেও দেবকে নিয়ে একটি ছবির কথা ভেবেছিলেন বিরসা৷ সে ছবিতে তাঁর ভূমিকা ছিল এক জঙ্গির৷ তবে আপাতত সে ছবি হচ্ছে না৷ ছবির ক্ল্যাইম্যাক্স নিয়ে এখনও কাজ করছেন পরিচালক৷ তাই নতুন ছবির কাজ শুরু করেছেন তিনি৷ এ ছবিতেও আছেন দেব৷

রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা এ ছবি৷ ছবিতে  এক নয়া দম্পতির সম্পর্কের টানাপোড়েন উঠে আসবে৷ এরকমই এক পারিবারিক ছবিতে দেখা যাবে দেবকে৷ এ ছবিতে তাঁর চরিত্রের নাম ‘আদি’৷ তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে৷ এ ছবিতে তাঁর নাম ‘নয়নতারা’৷ সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে আছেন কলি ওরফে মিমি৷ কলির সঙ্গে আদির সম্পর্ক আদির বিয়েতে কী প্রভাব ফেলবে তানিয়েই এগোবে ছবির গল্প৷ ‘অভিশপ্ত নাইটি’র ব্ল্যাক কমেডি, ‘গল্প হলেও সত্যি’র থ্রিল পেরিয়ে বিরসা এবার ফ্যামিলি ড্রামায়৷ ছবির চিত্রনাট্য লিখছেন দেবলয় ভট্টাচার্য৷

দেব নিজে যেমন বিরসার সঙ্গে কাজ করতে উৎসাহী, তেমনই বিরসাও খুশী দেবকে তাঁর ছবিতে কাস্ট করতে পেরে৷ শ্রাবন্তীর সঙ্গেও কাজ করতে পেরে খুশী বিরসা৷ তাঁকে এই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী বলে মনে করেন তিনি৷ সব মিলিয়ে গোট টিম উৎসাহী নতুন এই প্রোজেক্ট নিয়ে৷

পুজোপাট করেই শুরু হল নতুন এই সিনেমার যাত্রা৷

 

 


এ পাতার অন্যান্য সংবাদ

•জাতীয় পার্টিতে যোগ দিলেন শাফিন আহমেদ •জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে ৮ জুলাই •রাজনীতিতে এলেন তামিল সুপারস্টার রজনীকান্ত •অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন শাকিব খান •দেশের ইতিহাস সংস্কৃতিকে তুলে ধরে উন্নত ধারার চলচ্চিত্র নির্মাণ করুন : প্রধানমন্ত্রী •জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ গীতিকার আমিরুলের স্বপ্ন ছোঁয়ার গল্প •সংস্কৃতিচর্চাই আমৃত্যু মনোবলে বলিয়ান বর্ষিয়ান নাট্যপুরুষ নান্নু' •বাংলাদেশের জনপ্রিয় শিল্পী লাকী আখন্দের মৃত্যু
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document