/* */
   Tuesday,  Sep 25, 2018   12:44 AM
Untitled Document Untitled Document
শিরোনাম: •পবিত্র আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আছাদুজ্জামান মিয়া •বান্দরবানে কৃষি ব্যাংকের উদ্যোগে সিংগেল ডিজিট সুদে ঋণ বিতরণ •সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম বিদেশ সফর •জাতিসংঘ অধিবেশনে যোগদিতে শুক্রবার প্রধানমন্ত্রীর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ •রোহিঙ্গা বসতিতে কক্সবাজারের জীববৈচিত্র্য হুমকির মুখে : ইউএনডিপি •মর্যাদার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান •সংসদে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮ পাস
Untitled Document

জয়ের মানসিকতা দেখতে চান অধিনায়ক বিরাট কোহলি

তারিখ: ২০১৫-০৬-০৭ ২১:৫৮:৩৮  |  ৩০৩ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

বাংলার বর্ণমালা  ডেস্ক    ভারতীয় দলে টেস্ট জয়ের মানসিকতা দেখতে চান অধিনায়ক বিরাট কোহলি। শুধু শেখার পথে হাঁটলেই চলবে না। এটাই দলের কাছে চাওয়া তাদের নতুন টেস্ট অধিনায়ক বিরাট কোহলির।

বাংলাদেশের সাথে এক টেস্ট ও তিন ওয়ানডে খেলতে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলন করেছে ভারতীয় দল। সংবাদ সম্মেলনে কোহলি বলেন, দলের লক্ষ্য থাকা উচিত টেস্ট জয়ের দিকে। এই লক্ষ্যে ঠিক না থাকলে যা কিছু অর্জন করার ইচ্ছে তা অর্জিত হবে না।

"আমরা অনেক শিখেছি। কিন্তু 'আমাদের সব সময় শিখতে হবে' এমন মানসিকতা নিয়ে খেললে চলবে না। আমরা যথেষ্ট টেস্ট খেলেছি। সুতরাং আমাদের নৈপুণ্য কাজে লাগিয়ে ফল তুলে আনতে পারি।" কোহলি আরও বলেন,"লক্ষ্য নিয়েই টেস্ট ম্যাচের দিকে নজর দিতে হবে। সারাক্ষণ শেখার মানসিকতায় থাকলে চলবে না। অবশ্যই প্রত্যেক দিনই খেলা থেকে শিখবেন। আপনি তো টেলিভিশন দেখেও শিখতে পারেন।"

দীর্ঘ বিরতির পর টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফরের পর এটাই তাদের প্রথন টেস্ট। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটি তারা খেলবে ১০ জুন থেকে, ফতুল্লায়।

আর অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজ ২-০তে হেরেছিল ভারত। দুই টেস্টে অধিনায়কত্ব করেছিলেন কোহলি। প্রথম টেস্টে মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে নেতৃত্ব দেন দলকে। আর শেষ টেস্টে দলকে নেতৃত্ব দেন ধোনি অবসর নিলে। ওই সিরিজে প্রায় ৭০০ রান করেন কোহলি।

   

 


এ পাতার অন্যান্য সংবাদ

•টাইব্রেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্টারফাইনালে স্বাগতিক রাশিয়া •ফ্রান্সের সঙ্গে ড্র করে শেষ ষোলোতে ডেনমার্ক •নাইজেরিয়ার জয়ে আর্জেন্টিনার স্বপ্ন বড় হলো •সৌদি আরবকে হারিয়ে রাশিয়াকে নিয়ে শেষ ষোলোতে উরুগুয়ে •রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮: ইতিহাসের বিচারে কে চ্যাম্পিয়ন হতে পারে •হঠাৎ রিয়াল ছাড়লেন জিদান •ফুটবল খেলা আমাদের কাছে স্বাধীনতা': কলকাতায় মুসলিম মহিলাদের ফুটবল ম্যাচ •মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার টাইগার উডস
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document