/* */
   Monday,  Sep 24, 2018   9 PM
Untitled Document Untitled Document
শিরোনাম: •পবিত্র আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আছাদুজ্জামান মিয়া •বান্দরবানে কৃষি ব্যাংকের উদ্যোগে সিংগেল ডিজিট সুদে ঋণ বিতরণ •সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম বিদেশ সফর •জাতিসংঘ অধিবেশনে যোগদিতে শুক্রবার প্রধানমন্ত্রীর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ •রোহিঙ্গা বসতিতে কক্সবাজারের জীববৈচিত্র্য হুমকির মুখে : ইউএনডিপি •মর্যাদার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান •সংসদে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮ পাস
Untitled Document

শহিদ-আলিয়ার ঘুম নেই

তারিখ: ২০১৫-০৬-২৮ ১২:০১:১৫  |  ২৯৯ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

আনন্দরঙ ডেস্ক: বিয়ের কথা ভাবলেই ঢের ঢের পুরুষের রাতের ঘুম উড়ে যায়! শহিদ কাপূরেরও কি তা-ই হল?

আর, শহিদের বিয়ের খবর পেয়ে কেন রাতজাগা তারা হয়ে গেলেন আলিয়া ভাট?

আসলে, শহিদ কাপূর আর আলিয়া ভাট হালফিলে মেতে রয়েছেন ‘শানদার’ প্রেমে। আলিয়া তো সেই ছোটবেলা থেকেই মন দিয়েছিলেন শহিদকে। নিজেই জানিয়েছেন মেয়ে, ১১ বছর বয়সেই ‘ইশক্ ভিশক্’ দেখে তিনি মজেছিলেন শহিদে!

তবে, সেটাই তাঁদের ঘুম উড়ে যাওয়ার কারণ নয়। জানা যাচ্ছে, ‘কুইন’-খ্যাত বিকাশ বহলের পরের ছবি ‘শানদার’-এ অভিনয় করবেন দু’জনে। সেখানে না কি তাঁদের চরিত্রটা ইনসমনিয়াকের। রাতের পর রাত জেগে থাকতে থাকতে দু’জনে যখন ক্লান্ত, তখন এক বিয়েবাড়িতে দেখা হয়ে যায় তাদের! তার পর কি তাদের চোখে ঘুম আর মনে প্রেম আসে?

সেটা জানা যাবে ছবি মুক্তি পেলে! আপাতত জানা যাচ্ছে, ২০১৪-র সিদ্ধার্থ মলহোত্র-পরিণীতি চোপড়া অভিনীত ‘হাসি তো ফাসি’-র পর কর্ণ জোহর-অনুরাগ কাশ্যপের প্রযোজক জুটিকে আবার পাওয়া যাচ্ছে ‘শানদার’-এ। শহিদ-আলিয়ার সঙ্গে এই রোমান্টিক ছবিতে দেখা যাবে পঙ্কজ কপূরকেও।

কর্ণ জোহর টুইটারে জানিয়েছেন, ২২ অক্টোবর দশেরার মরশুমে ‘শানদার’ মুক্তি পাবে।


এ পাতার অন্যান্য সংবাদ

•জাতীয় পার্টিতে যোগ দিলেন শাফিন আহমেদ •জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে ৮ জুলাই •রাজনীতিতে এলেন তামিল সুপারস্টার রজনীকান্ত •অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন শাকিব খান •দেশের ইতিহাস সংস্কৃতিকে তুলে ধরে উন্নত ধারার চলচ্চিত্র নির্মাণ করুন : প্রধানমন্ত্রী •জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ গীতিকার আমিরুলের স্বপ্ন ছোঁয়ার গল্প •সংস্কৃতিচর্চাই আমৃত্যু মনোবলে বলিয়ান বর্ষিয়ান নাট্যপুরুষ নান্নু' •বাংলাদেশের জনপ্রিয় শিল্পী লাকী আখন্দের মৃত্যু
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document