/* */
   Thursday,  Mar 22, 2018   11 PM
Untitled Document Untitled Document
শিরোনাম: •প্রথম দিন শেষে ১৬৬ রানে পিছিয়ে বাংলাদেশ •শেখ হাসিনা ক্যান্টনমেন্ট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী •গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখুন : সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রী •শ্রেণীকৃত ব্যাংক ঋণ ৮০ হাজার ৩০৭ কোটি টাকা : অর্থমন্ত্রী •লন্ডনে হাইকমিশনের ওপর হামলা বাংলাদেশের ওপর হামলার সমতুল্য : পররাষ্ট্রমন্ত্রী •খালেদার পাঁচ বছর কারাদণ্ড . •নবম ওয়েজ বোর্ডের কার্যক্রম শুরু
Untitled Document

স্ট্রবেরি মুরগি!

তারিখ: ২০১৫-০৬-২৮ ১২:০১:৫৩  |  ৩১৩ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

নিউজ ডেস্ক: স্বাদ আর পুষ্টির গুণে ফলমূল সব সময়ই খাবারের প্লেটে জায়গা পায়। তবে এমন কিছু ফলও মাঝেমধ্যে পাওয়া যায়, যেগুলো তাদের গুণের জন্য নয়, বরং আকারের জন্যই সংবাদের শিরোনাম হয়। স্কটল্যান্ডের এক খামারে উৎপাদিত এমনই এক স্ট্রবেরি এখন অনলাইনে ব্যাপক জনপ্রিয়। রসালো এ ফল দেখতে একদম মুরগির মতো। মুরগির মতো মাথা, ঠোঁট ও
পাখার আকার ফুটে উঠেছে এতে। পাশাপাশি কিম্ভূত এ স্ট্রবেরির বোঁটার চারপাশে পাতাগুলো এমনভাবে ছড়ানো যে মনে হয়, সেটি নিজের বাসায় বসে আছে!
এডিনবার্গের কাছের গ্রুভ ফার্ম নামক একটি খামারে এর দেখা পান রুবেন ও এপ্রিল ওয়েরচ। প্রথম দেখাতেই তারা স্ট্রবেরিটির আকারের সঙ্গে পাখির মাথার মিল পান। আর একটু খেয়াল করতেই দেখেন, পেছনের অংশটি পাখার মতো। ফলটি ছেঁড়ার পর তারা যখন সেটি উল্টো করে রাখেন, তখন তা একেবারে বাসায় বসা মুরগির মতো দেখতে লাগে। খুঁত বলতে ছিল শুধু ঠোঁট না থাকাটা। সে অভাব মেটাতে ওয়েলচ দম্পতি এক টুকরো পাতা মাথার কাছে লাগিয়ে দেন। আর এরপরই সেটির ছবি তুলে নিজেদের ফেসবুক পেজে আপলোড করেন। আপলোড করার পর মজা করে ক্যাপশনে লিখেছেন_ এই মুরগি একটাও ডিম না দেওয়ায় আমরা এখন এটিকে খেয়ে ফেলব। অন্যরাও মুরগি স্ট্রবেরি দেখে দারুণ মজা পায়। ছবির নিচে কেউ মন্তব্য করে_ ওকে দ্রুত কতল করুন। তো, আরেকজন লেখেন_ আমার অনেক মুরগি আছে, তবে স্ট্রবেরি মুরগি তো নেই। খবর :ডেইল মেইল।


এ পাতার অন্যান্য সংবাদ

•নবম ওয়েজ বোর্ডের কার্যক্রম শুরু •কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির স্মারকলিপি প্রদান ॥ •খসড়া ভোটার তালিকা প্রকাশ •ফিলিপাইনে ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ •শেখ হাসিনাকে ‘বোন’ ডাকলেন হুন সেন •তুর্কি বাহিনীর সিরিয়ায় প্রবেশ •কবিসংসদ বাংলাদেশ-এর ২৯৯তম সাহিত্যসভা অনুষ্ঠিত •বার্মায় মুসলিম বিরোধী এক উগ্র বৌদ্ধ ভিক্ষুর কথা
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document