
ওয়ানডে ম্যাচের সময় পরিবর্তন
তারিখ: ২০১৫-০৭-০৮ ১২:০৩:৩৭ | ১৮১ বার পঠিত
0 people like this |
![]() |
![]() |
![]() |
---|
« আগের সংবাদ | পরের সংবাদ» |
ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচ শুরুর সময় তিন ঘণ্টা পেছানো হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) রাতে এক বিবৃতির মাধ্যমে এমনটি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই বেলা ১২টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, সময় পরিবর্তন করায় সবগুলো ম্যাচ বিকেল ৩টা থেকে শুরু হবে।
বিসিবি’র বিবৃতিতে জানানো হয়, ম্যাচের ইনিংস বিরতি হবে পৌনে এক ঘন্টা। সন্ধ্যা সাড়ে ৬টায় তা শুরু হবে। দ্বিতীয় ইনিংস সোয়া ৭টায় শুরু হয়ে রাত পৌনে ১১টায় শেষ হবে।
তাই ১০ জুলাই (শুক্রবার) প্রথম ওয়ানডে ম্যাচটি বেলা ১২টার পরিবর্তে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ১২ ও ১৫ জুলাই বাকি দুটি ম্যাচও একই সময়ে শুরু হবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ও সিরিজের শেষ একদিনের ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এ পাতার অন্যান্য সংবাদ
•বিপিএল : দর্শকপূর্ণ সিলেট ক্রিকেট স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশ •ফুটবল খেলা আমাদের কাছে স্বাধীনতা': কলকাতায় মুসলিম মহিলাদের ফুটবল ম্যাচ •মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার টাইগার উডস •আইপিএলের পূর্ণাঙ্গ সূচি •রামগঞ্জে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতাল শর্ট পিচ ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন • মামলায় জামিন পেলেন ক্রিকেটার আরাফাত সানি •খেলাধুলার চর্চা বাড়াতে হবে .লায়ন গনি মিয়া বাবুল • খেলাধুলা ২০০ তাড়া করে জিতলো কোয়েটা