/* */
   Friday,  Sep 21, 2018   8 PM
Untitled Document Untitled Document
শিরোনাম: •পবিত্র আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আছাদুজ্জামান মিয়া •বান্দরবানে কৃষি ব্যাংকের উদ্যোগে সিংগেল ডিজিট সুদে ঋণ বিতরণ •সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম বিদেশ সফর •জাতিসংঘ অধিবেশনে যোগদিতে শুক্রবার প্রধানমন্ত্রীর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ •রোহিঙ্গা বসতিতে কক্সবাজারের জীববৈচিত্র্য হুমকির মুখে : ইউএনডিপি •মর্যাদার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান •সংসদে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮ পাস
Untitled Document

ভারতে সবচেয়ে বড় নবজাতকের জন্ম

তারিখ: ২০১৫-১১-০৮ ১৫:২২:৫৪  |  ৩৫০ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

  বাংলার বর্ণমালা ডেস্ক: ভারতে মাত্র ১৫ মিনিটে ফিরদৌস খাতুন নামে এক নারী ৭ কেজি ওজনের সবচেয়ে বড় নবজাতকের জন্ম দিয়েছেন। এতো তাড়াতাড়ি ৭ কেজি ওজনের বাচ্চা প্রসবের নজির সারা ভারতে আর নেই। ফিরদৌস খাতুনের নবম সন্তান এটি। 

ভারতীয় সংবাদমাধ্যম ২৪ঘণ্টার এক প্রতিবেদন থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, রেকর্ড অনুযায়ী ৬ মাস আগে রাজস্থানে এমন ঘটনা ঘটলেও সেই নবজাতকের ওজন ছিল ৬ কেজি। 

৭ কেজি ওজনের সন্তানের মা ফিরদৌস খাতুনের নজির সবার শীর্ষে। চিকিৎসকদের দাবি, ফিরদৌস খাতুনের সন্তান ভারতে ভূমিষ্ঠ সব থেকে বেশি ওজনের নবজাতক।

অনেক সময় ডায়াবেটিস থাকলে গর্ভের সন্তানদের ওজন বাড়ে। কিন্তু ৩৬ বছর বয়সী ওই নারীর ডায়াবেটিস না থাকা সত্ত্বেও ‘এত বড়’ সন্তান প্রসবে অবাক চিকিৎসকরাও। চিকিৎসরা আরও অবাক হয়েছেন, এত অল্প সময় কী করে সন্তান প্রসবে সক্ষম হলেন তিনি। পুরো ঘটনাটাই ‘মিরাকেল’। ডেস্ক: ভারতে মাত্র ১৫ মিনিটে ফিরদৌস খাতুন নামে এক নারী ৭ কেজি ওজনের সবচেয়ে বড় নবজাতকের জন্ম দিয়েছেন। এতো তাড়াতাড়ি ৭ কেজি ওজনের বাচ্চা প্রসবের নজির সারা ভারতে আর নেই। ফিরদৌস খাতুনের নবম সন্তান এটি। 

ভারতীয় সংবাদমাধ্যম ২৪ঘণ্টার এক প্রতিবেদন থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, রেকর্ড অনুযায়ী ৬ মাস আগে রাজস্থানে এমন ঘটনা ঘটলেও সেই নবজাতকের ওজন ছিল ৬ কেজি। 

৭ কেজি ওজনের সন্তানের মা ফিরদৌস খাতুনের নজির সবার শীর্ষে। চিকিৎসকদের দাবি, ফিরদৌস খাতুনের সন্তান ভারতে ভূমিষ্ঠ সব থেকে বেশি ওজনের নবজাতক।

অনেক সময় ডায়াবেটিস থাকলে গর্ভের সন্তানদের ওজন বাড়ে। কিন্তু ৩৬ বছর বয়সী ওই নারীর ডায়াবেটিস না থাকা সত্ত্বেও ‘এত বড়’ সন্তান প্রসবে অবাক চিকিৎসকরাও। চিকিৎসরা আরও অবাক হয়েছেন, এত অল্প সময় কী করে সন্তান প্রসবে সক্ষম হলেন তিনি। পুরো ঘটনাটাই ‘মিরাকেল’। ডেস্ক: ভারতে মাত্র ১৫ মিনিটে ফিরদৌস খাতুন নামে এক নারী ৭ কেজি ওজনের সবচেয়ে বড় নবজাতকের জন্ম দিয়েছেন। এতো তাড়াতাড়ি ৭ কেজি ওজনের বাচ্চা প্রসবের নজির সারা ভারতে আর নেই। ফিরদৌস খাতুনের নবম সন্তান এটি। 

ভারতীয় সংবাদমাধ্যম ২৪ঘণ্টার এক প্রতিবেদন থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, রেকর্ড অনুযায়ী ৬ মাস আগে রাজস্থানে এমন ঘটনা ঘটলেও সেই নবজাতকের ওজন ছিল ৬ কেজি। 

৭ কেজি ওজনের সন্তানের মা ফিরদৌস খাতুনের নজির সবার শীর্ষে। চিকিৎসকদের দাবি, ফিরদৌস খাতুনের সন্তান ভারতে ভূমিষ্ঠ সব থেকে বেশি ওজনের নবজাতক।

অনেক সময় ডায়াবেটিস থাকলে গর্ভের সন্তানদের ওজন বাড়ে। কিন্তু ৩৬ বছর বয়সী ওই নারীর ডায়াবেটিস না থাকা সত্ত্বেও ‘এত বড়’ সন্তান প্রসবে অবাক চিকিৎসকরাও। চিকিৎসরা আরও অবাক হয়েছেন, এত অল্প সময় কী করে সন্তান প্রসবে সক্ষম হলেন তিনি। পুরো ঘটনাটাই ‘মিরাকেল’। ডেস্ক: ভারতে মাত্র ১৫ মিনিটে ফিরদৌস খাতুন নামে এক নারী ৭ কেজি ওজনের সবচেয়ে বড় নবজাতকের জন্ম দিয়েছেন। এতো তাড়াতাড়ি ৭ কেজি ওজনের বাচ্চা প্রসবের নজির সারা ভারতে আর নেই। ফিরদৌস খাতুনের নবম সন্তান এটি। 

ভারতীয় সংবাদমাধ্যম ২৪ঘণ্টার এক প্রতিবেদন থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, রেকর্ড অনুযায়ী ৬ মাস আগে রাজস্থানে এমন ঘটনা ঘটলেও সেই নবজাতকের ওজন ছিল ৬ কেজি। 

৭ কেজি ওজনের সন্তানের মা ফিরদৌস খাতুনের নজির সবার শীর্ষে। চিকিৎসকদের দাবি, ফিরদৌস খাতুনের সন্তান ভারতে ভূমিষ্ঠ সব থেকে বেশি ওজনের নবজাতক।

অনেক সময় ডায়াবেটিস থাকলে গর্ভের সন্তানদের ওজন বাড়ে। কিন্তু ৩৬ বছর বয়সী ওই নারীর ডায়াবেটিস না থাকা সত্ত্বেও ‘এত বড়’ সন্তান প্রসবে অবাক চিকিৎসকরাও। চিকিৎসরা আরও অবাক হয়েছেন, এত অল্প সময় কী করে সন্তান প্রসবে সক্ষম হলেন তিনি। পুরো ঘটনাটাই ‘মিরাকেল’।


এ পাতার অন্যান্য সংবাদ

•কালকিনিতে ডিকে আইডিয়াল কলেজের হোস্টেল সিট বরাদ্দের অনিয়মের অভিযোগ ছাত্রদের অনশন। •আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষণা •আমতলীতে ৫ বিশিষ্ট ব্যক্তির স্মরণ সভা। •পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী কাল • (জ্যাক) এর বিজ্ঞপ্তি , সাংবাদিক গাজী রহমত উল্লাহ. বহিস্কার •শোক সংবাদ গোলাম মোস্তফা • ঝিনাইদহে খালার সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা •শৈলকুপায় আবারো বাবা-মাকে মারধর ও খেতে না দেওয়ায় উপজেলা নির্বাহী কার্যালয়ে অভিযোগ দায়ের
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document