/* */
   Sunday,  Jun 24, 2018   7 PM
Untitled Document Untitled Document
শিরোনাম: •আওয়ামী লীগের ইতিহাস মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস : প্রধানমন্ত্রী •জাতীয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করুন : রাষ্ট্রপতি •এমপি হোক আর এমপির ছেলে হোক কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খাঁন কামাল • তিন সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা •নাইজেরিয়ার জয়ে আর্জেন্টিনার স্বপ্ন বড় হলো •আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি •টেলিটকের ফোরজির জন্য অপেক্ষা আরো চার মাস
Untitled Document

‘মিস্টার বিন’কে ডিভোর্স ৬৫ সেকেন্ডেই

তারিখ: ২০১৫-১১-১১ ১৮:০৩:৫৪  |  ৩৩৯ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

 বাংলার বর্ণমালা  ডেস্ক : মাত্র ৬৫ সেকেন্ড। এর মধ্যেই ২৪ বছরের দাম্পত্যের ইতি ঘটালেন সুনেত্রা। আদালতে দাঁড়িয়ে তিনি স্বামী রোয়ান অ্যাটকিনসন সম্পর্কে বললেন, তার অপ্রাসঙ্গিক আচরণের জন্য তিনি তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের অনুমতি চান।

অমনি আদালত তা অনুমোদন করে। এর ফলে কমেডি অভিনেতা ‘মিস্টার বিন’ খ্যাত তারকা রোয়ান অ্যাটকিনসন ও তার প্রথম স্ত্রী সুনেত্রা দু’জনে দু’মেরুর বাসিন্দা হয়ে গেলেন।

মঙ্গলবার সুনেত্রা লন্ডনের সেন্ট্রাল ফ্যামিলি কোর্টে হাজির হয়ে এ আবেদন জানান। উল্লেখ্য, রোয়ান অ্যাটকিনসনের বয়স এখন ৬০ বছর। এই বয়সে এসে তিনি নতুন এক যুবতীর প্রেমে পড়েছেন। তার নাম লুইস ফোর্ড। বয়স ৩২ বছর। তার সঙ্গে ১৮ মাস বা দেড় বছর ধরে চুটিয়ে প্রেম করছেন রোয়ান। এ বিষয়টি ভালভাবে নেননি তার স্ত্রী সুনেত্রা। বিষয়টি আদালতে গড়ায়।

মঙ্গলবার বিচ্ছেদের ওই শুনানিতে রোয়ান অ্যাটকিনসন ও সুনেত্রার উপস্থিত থাকার কথা থাকলেও রোয়ান উপস্থিত হন নি। উল্লেখ্য, ১৯৮০র দশকে মেকআপ আর্স্টিস্ট সুনেত্রার সঙ্গে তার পরিচয়। সেই সূত্রে ১৯৯০ সালে তারা বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। তারা এখন বড়। ২০১৪ সালে তারা আলাদা বসবাস শুরু করেন। তবে তাদের বিচ্ছেদ ঘটেনি। এই সুযোগে রোয়ানের জীবনে প্রবেশ করেন লুইস ফোর্ড। ব্যাস যা হবার তাই হয়েছে। মঙ্গলবার বিচ্ছেদের যে কাগজ প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়নি রোয়ানের অপ্রাসঙ্গিক কোন আচরণের জন্য তারা বিচ্ছেদে যাচ্ছেন।

উল্লেখ্য, মিস্টার বিন কমেডি ছবিতে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেন রোয়ান অ্যাটকিনসন। ছেলেবুড়ো সব বয়সের মানুষের কাছে প্রিয় এই চরিত্রটি।  

 


এ পাতার অন্যান্য সংবাদ

•সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি তথ্য সচিবের আহ্বান •তথ্য মন্ত্রণালয়ের ১৩ সংস্থার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি •কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত •চলচ্চিত্র পরিবারের সাথে তথ্যসচিবের মতবিনিময় •ডিজিটাল নিরাপত্তা আইন মূলধারার গণমাধ্যমকে নিরাপত্তা দেবে •সাম্প্রদায়িক অপশক্তি নির্মূলের অন্যতম হাতিয়ার চলচ্চিত্র : তথ্যমন্ত্রী •বাংলাদেশে সন্ধান মিলেছে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের •সংসদে কমপক্ষে ৩০ শতাংশ নারী সদস্য দেখতে চায় সিডব্লিউপি স্টিয়ারিং কমিটি
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document