/* */
   Monday,  Jun 25, 2018   11 PM
Untitled Document Untitled Document
শিরোনাম: •আওয়ামী লীগের ইতিহাস মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস : প্রধানমন্ত্রী •জাতীয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করুন : রাষ্ট্রপতি •এমপি হোক আর এমপির ছেলে হোক কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খাঁন কামাল • তিন সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা •নাইজেরিয়ার জয়ে আর্জেন্টিনার স্বপ্ন বড় হলো •আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি •টেলিটকের ফোরজির জন্য অপেক্ষা আরো চার মাস
Untitled Document

বেড়েছে মুঠোফোন গ্রাহক

তারিখ: ২০১৫-১২-২৪ ০০:০৭:৩৭  |  ৩৩৪ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»
নিউজ ডেস্ক: চলতি বছরের নভেম্বরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাত লাখ কমে গেছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকার কারণেই এ সময়ে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে বলে টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টরা মনে করছেন। ইন্টারনেট ব্যবহারকারী কমলেও এ সময়ে মুঠোফোন ব্যবহারকারী ১২ লাখ বেড়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৩৯ লাখ হয়েছে। গত অক্টোবরে এ সংখ্যা ছিল ৫ কোটি ৪৬ লাখ।

জাতীয় নিরাপত্তার কারণে গত ১৮ নভেম্বর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয়। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী, ফেসবুক বন্ধ হওয়ার আগের দিন অর্থাৎ ১৭ নভেম্বর পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ছিল ২৩০-২৪০ জিবিপিএস (গিগা বিট প্রতি সেকেন্ড)। এসব মাধ্যম বন্ধ হওয়ার এক সপ্তাহের মধ্যে তা ৩০ শতাংশ কমে ১৭০ জিবিপিএসে নেমে যায়। গত ১৪ ডিসেম্বর এগুলো খুলে দেয়ার পর ব্যান্ডউইথ ব্যবহার আগের পর্যায়ে ফিরে এসেছে।

আইআইজি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্রাটেজি অফিসার সুমন আহমেদ সাবির বলেন, ‘ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ থাকাই ইন্টারনেট ব্যবহারকারীর কমে যাওয়ার মূল কারণ।’

মোবাইল ইন্টারনেটের ব্যবহারকারীও গত এক মাসে ৫ কোটি ২৩ লাখ থেকে ৯ লাখ কমে ৫ কোটি ১৪ লাখ হয়েছে। মোবাইল অপারেটররাও ইন্টারনেট ব্যবহারকারী কমে যাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকার বিষয়টিকেই সামনে এনেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক মুঠোফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা জানান, ফেসবুক, ভাইবার বন্ধ থাকায় নভেম্বরে তাদের নেটওয়ার্কে ইন্টারনেটের ব্যবহার ৩০ শতাংশ কমে যায়।

মুঠোফোন ব্যবহারকারী: নভেম্বরে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩১ লাখ, আগের মাসে যা ছিল ১৩ কোটি ১৯ লাখ। এ সময়ে গ্রামীণফোনের গ্রাহক ৫ কোটি ৫৮ লাখ থেকে ৬ লাখ বেড়ে ৫ কোটি ৬৪ হয়েছে। বাংলালিংকের গ্রাহক ৪ লাখ বেড়ে ৩ কোটি ২৫ লাখ থেকে ৩ কোটি ২৯ লাখ হয়েছে। রবির গ্রাহক ৮ হাজার বেড়ে হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯৬ হাজার। এয়ারটেলের গ্রাহক অক্টোবরের তুলনায় নভেম্বরে ৪ লাখ বেড়ে ১ কোটি ৩ লাখ ৪৫ হাজার হয়েছে।

তবে গ্রাহক কমেছে টেলিটক ও সিটিসেলের। টেলিটকের গ্রাহক নভেম্বরে আগের মাসের তুলনায় ৮৪ হাজার কমে ৪০ লাখ ৫৭ হাজার হয়েছে। এ সময়ে সিটিসেলের গ্রাহক ১০ লাখ ৮৯ হাজার থেকে কমে ১০ লাখ ৩৪ হাজার হয়েছে। 


এ পাতার অন্যান্য সংবাদ

•টেলিটকের ফোরজির জন্য অপেক্ষা আরো চার মাস •মাত্র পাঁচ মিনিটে স্মার্ট ফোন চার্জ করা যাবে! •ফেসবুক ব্যবহারে সারা পৃথিবীতে দু'নম্বরে ঢাকা •এক হলো রবি-এয়ারটেল •বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের অর্ধেক কাজ সমাপ্ত. তারানা হালিম। •বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা •পৌ‌নে ২ ঘণ্টা সময় দিলেন প্র‌তিমন্ত্রী তারানা হা‌লিম। •সিম নিবন্ধন, শেষ সময় ৩০ এপ্রিল রাত ১০টা তারানা হালিম
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document