/* */
   Thursday,  Jun 21, 2018   4 PM
Untitled Document Untitled Document
শিরোনাম: •সিসিলিতে ৫২২ অভিবাসী নিয়ে ইতালির উপকূলরক্ষী জাহাজের অবতরণ •সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি তথ্য সচিবের আহ্বান •বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে : প্রধানমন্ত্রী •মানবসম্পদ উন্নয়নে জাপান ৩৪ কোটি টাকার অনুদান দেবে •সৌদি আরবকে হারিয়ে রাশিয়াকে নিয়ে শেষ ষোলোতে উরুগুয়ে •গণভবনে মহিলা ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা •প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার অক্টোবরে গঠিত হতে পারে : ওবায়দুল কাদের
Untitled Document

বায়োমেট্রিকস পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে টাকা নিলে লাইসেন্স বাতিল ’তারানা হালিম।

তারিখ: ২০১৬-০১-২৮ ১৬:০৫:১৯  |  ২২৬ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

বায়োমেট্রিকস পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে টাকা নিলে রিটেইলারদের (খুচরা বিক্রেতা) কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

 

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন, ‘সিম নিবন্ধনের সময় গ্রাহকদের কাছ থেকে রিটেইলাররা টাকা নিচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। এসব অভিযোগের অনেক প্রমাণ রয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।’

 

তারানা হালিম বলেন, ‘আমরা যখন বায়োমেট্রিকস পদ্ধতিতে সিম নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম, তখন এটাকে অসম্ভব মনে হয়েছিল। এখন মনে হচ্ছে, এটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্ভব। আমরা অনেক দূর এগিয়েছি। আশা করছি, এপ্রিলের মধ্যে সব সিমের নিবন্ধন সম্ভব হবে।’

 

তিনি বলেন, যাদের ভোটার আইডি কার্ড নেই, তারা ছয় মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর কিংবা জন্ম নিবন্ধন সনদ নম্বর দিয়ে বায়োমেট্রিকস পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করতে পারবেন।

 

এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী তারানা হালিম। বৈঠকে দেশের ছয়টি মোবাইল কোম্পানির প্রধান নির্বাহী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

 

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম নুরুল কবির বলেন, ‘সিম নিবন্ধনে টাকা নেওয়ার বিষয়টি আমরা খতিয়ে দেখব। কারো বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেব।’

 

বৈঠকে অন্যান্য কোম্পানির নির্বাহীরাও প্রতিমন্ত্রীকে গ্রাহক হয়রানি মাথায় রেখে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

 


এ পাতার অন্যান্য সংবাদ

•মাত্র পাঁচ মিনিটে স্মার্ট ফোন চার্জ করা যাবে! •ফেসবুক ব্যবহারে সারা পৃথিবীতে দু'নম্বরে ঢাকা •এক হলো রবি-এয়ারটেল •বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের অর্ধেক কাজ সমাপ্ত. তারানা হালিম। •বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা •পৌ‌নে ২ ঘণ্টা সময় দিলেন প্র‌তিমন্ত্রী তারানা হা‌লিম। •সিম নিবন্ধন, শেষ সময় ৩০ এপ্রিল রাত ১০টা তারানা হালিম • যে ভাবে নাম্বার গোপন রেখে কল করবেন
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document