/* */
   Monday,  Sep 24, 2018   00:37 AM
Untitled Document Untitled Document
শিরোনাম: •পবিত্র আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আছাদুজ্জামান মিয়া •বান্দরবানে কৃষি ব্যাংকের উদ্যোগে সিংগেল ডিজিট সুদে ঋণ বিতরণ •সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম বিদেশ সফর •জাতিসংঘ অধিবেশনে যোগদিতে শুক্রবার প্রধানমন্ত্রীর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ •রোহিঙ্গা বসতিতে কক্সবাজারের জীববৈচিত্র্য হুমকির মুখে : ইউএনডিপি •মর্যাদার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান •সংসদে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮ পাস
Untitled Document

শাবিতে ‘নৃবিজ্ঞানের সমসাময়িক ভাবনা ও পর্যালোচনা’ কনফারেন্স ৬ ফেব্রুয়ারি

তারিখ: ২০১৬-০২-০৩ ০২:১১:১০  |  ২২৭ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

বাংলাদেশে নৃবিজ্ঞানের সমসাময়িক ভাবনা ও পর্যালোচনা’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স ৬ ও ৭ ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। নৃবিজ্ঞান বিভাগের দুই দশকপূর্তি উপলক্ষে এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
দুই দিনব্যাপী এই কনফারেন্সে দেশবরেণ্য নৃবিজ্ঞানীরা ছাড়াও প্রবন্ধ উপস্থাপন করবেন ভারত, নেপাল, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া থেকে আগত নৃবিজ্ঞানীরা। মঙ্গলবার নৃবিজ্ঞান বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগীয় প্রধান অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম।
তিনি আরো জানান, বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমিনুল হক ভ’ইয়া’র সভাপতিত্বে ৬ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং ৭ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া উদ্বোধনী দিনে কি-নোট স্পীকার হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকান নৃবিজ্ঞানী থেরেসেভ লঞ্চট।
অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম জানান, বাংলাদেশে নৃবিজ্ঞানের ভূমিকা ও গত ৩০ বছরে এর অবদান উঠে আসবে এসব প্রবন্ধে। এমনকি সামনের দশকগুলোতে নৃবিজ্ঞান কী ধরনের ভূমিকা রাখবে সেসব বিষয়ও তুলে ধরা হবে। বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশগুলো থেকে মোট ৮০টি প্রবন্ধ ৪টি ভেন্যুতে ১৬টি সায়েন্টেফিক সেশনের মাধ্যমে পরিবেশনা করা হবে বলে জানান ড. মাজহারুল ইসলাম।(বাসস


এ পাতার অন্যান্য সংবাদ

•বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের দাম এত বেশী কেন? •মাত্র পাঁচ মিনিটে স্মার্ট ফোন চার্জ করা যাবে! •ফেসবুক ব্যবহারে সারা পৃথিবীতে দু'নম্বরে ঢাকা •এক হলো রবি-এয়ারটেল •বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের অর্ধেক কাজ সমাপ্ত. তারানা হালিম। •বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা •পৌ‌নে ২ ঘণ্টা সময় দিলেন প্র‌তিমন্ত্রী তারানা হা‌লিম। •সিম নিবন্ধন, শেষ সময় ৩০ এপ্রিল রাত ১০টা তারানা হালিম
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document