/* */
   Monday,  Sep 24, 2018   00:40 AM
Untitled Document Untitled Document
শিরোনাম: •পবিত্র আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আছাদুজ্জামান মিয়া •বান্দরবানে কৃষি ব্যাংকের উদ্যোগে সিংগেল ডিজিট সুদে ঋণ বিতরণ •সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম বিদেশ সফর •জাতিসংঘ অধিবেশনে যোগদিতে শুক্রবার প্রধানমন্ত্রীর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ •রোহিঙ্গা বসতিতে কক্সবাজারের জীববৈচিত্র্য হুমকির মুখে : ইউএনডিপি •মর্যাদার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান •সংসদে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮ পাস
Untitled Document

সহজ কিস্তিতে সেরা ফোন গ্রামীণফোন স্টোরে পাওয়া যাবে।

তারিখ: ২০১৬-০২-০৩ ২৩:৪৭:৪২  |  ৩২২ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

 গ্রামীণফোন দেশের মোবাইল বাজারে আনছে তাইওয়ানের স্বনামধন্য প্রতিষ্ঠান এইচটিসির ওয়ান সিরিজের এ৯ ফোন। চলতি মাসের পাঁচ তারিখ থেকে মোবাইলটি দেশের সব গ্রামীণফোন স্টোরে পাওয়া যাবে। 

বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে গ্রামীণফোন ও এইচটিসি যৌথভাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানায়।

সেটটিতে রয়েছে আকর্ষণীয় ফিচার। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেতে আছে তৃতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের সর্বশেষ ভার্সন মার্শম্যালো।

অত্যাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসরের সঙ্গে ৬৪ বিট অক্টাকোর প্রসেসর, ৩জিবি র‌্যামের সঙ্গে ৩২ জিবি বিল্ট ইন মেমোরি।

ফোনটিতে ২১০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ১৩ মেগা পিক্সেলের রিয়ার এবং ৪ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় তুলতে পারবেন ঝকঝকে ছবি।

সেটটির মূল্য ৪৪ হাজার ৯০০ টাকা। ৫ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রামীণফোন স্টোরে সেটটির প্রি বুকিং নেয়া হবে। প্রথম ১০০ জন প্রি বুকিং গ্রাহকের জন্য রয়েছে একটি ক্যামেরা জেতার সুযোগ। জিপি কানেকশন ব্যবহার করে ৫০০ এমবি ফ্রি ডাটা পাওয়া যাবে। মোবাইলটি কিস্তিতে কেনারও সুযোগ রয়েছে। কিস্তি হবে গ্রামীণফোনের অন্যান্য ফোনের ক্ষেত্রে যেসব সেবা রয়েছে তার মতোই।

 


এ পাতার অন্যান্য সংবাদ

•বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের দাম এত বেশী কেন? •মাত্র পাঁচ মিনিটে স্মার্ট ফোন চার্জ করা যাবে! •ফেসবুক ব্যবহারে সারা পৃথিবীতে দু'নম্বরে ঢাকা •এক হলো রবি-এয়ারটেল •বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের অর্ধেক কাজ সমাপ্ত. তারানা হালিম। •বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা •পৌ‌নে ২ ঘণ্টা সময় দিলেন প্র‌তিমন্ত্রী তারানা হা‌লিম। •সিম নিবন্ধন, শেষ সময় ৩০ এপ্রিল রাত ১০টা তারানা হালিম
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document