/* */
   Monday,  Dec 10, 2018   04:36 AM
Untitled Document Untitled Document
শিরোনাম: •স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকতে সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান •মনোনয়ন বাতিলের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল ইসিতে খারিজ •মনোনয়ন না পাওয়া দলের প্রার্থীদের মহাজোট প্রার্থীর পক্ষে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ শেখ হাসিনার •নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে ‘রাজনৈতিক’ সহযোগিতার প্রস্তাব দেয় রাশিয়া •টেকনোক্রেট কোন মন্ত্রী কেবিনেটে থাকছেন না : ওবায়দুল কাদের •বেগম রোকেয়া দিবস কাল •আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজ . বাংলাদেশ। ওয়ানডে সিরিজ
Untitled Document

২০১৭ সালে বাংলাদেশ সফরে আসবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তারিখ: ২০১৬-০৪-২৮ ০১:২০:০২  |  ৩৬৮ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

ক্রীড়া ডেস্ক : গেল বছর অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার।

 

কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা বাংলাদেশ সফর স্থগিত করে। তখন জানিয়েছিল সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসবে তারা।

 

অবশেষে বরফ গলতে শুরু করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি সাদারল্যান্ড জানিয়েছেন ২০১৭ সালে বাংলাদেশ সফরে আসবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

 

এ বিষয়ে সাদারল্যান্ড ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকমকে বলেন, ‘আইসিসি সভার বাইরে ব্যক্তিগতভাবে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা জানে স্থগিত হওয়া ওই সিরিজটি সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর ও প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বাংলাদেশ সফর করার সময় সুযোগ খুঁজছি। ২০১৭ সালের সূচির মধ্যে আমরা এই সফরটি রাখার বিষয়ে একমত হয়েছি।’

 

২০০৬ সালে সবশেষ দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। এরপর দীর্ঘ ৯ বছরে আর কোনো টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসেনি অসিরা। তবে ২০১১ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে গিয়েছিল ক্রিকেট পরাশক্তিরা। আর সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ সফর করেছিল অসিরা।

 

এর আগে ২০০৩ ও ২০০৮ সালে দুবার অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ ক্রিকেট দল।

 


এ পাতার অন্যান্য সংবাদ

•আইপিইউ এসেম্বলী শেষে জেনেভা থেকে দেশে ফিরলেন স্পিকার •কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা ॥ •নবম ওয়েজ বোর্ডের কার্যক্রম শুরু •খসড়া ভোটার তালিকা প্রকাশ •ফিলিপাইনে ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ •শেখ হাসিনাকে ‘বোন’ ডাকলেন হুন সেন •কবিসংসদ বাংলাদেশ-এর ২৯৯তম সাহিত্যসভা অনুষ্ঠিত •বার্মায় মুসলিম বিরোধী এক উগ্র বৌদ্ধ ভিক্ষুর কথা
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document