/* */
   Monday,  Dec 17, 2018   06:55 AM
Untitled Document Untitled Document
শিরোনাম: •স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকতে সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান •মনোনয়ন বাতিলের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল ইসিতে খারিজ •মনোনয়ন না পাওয়া দলের প্রার্থীদের মহাজোট প্রার্থীর পক্ষে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ শেখ হাসিনার •নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে ‘রাজনৈতিক’ সহযোগিতার প্রস্তাব দেয় রাশিয়া •টেকনোক্রেট কোন মন্ত্রী কেবিনেটে থাকছেন না : ওবায়দুল কাদের •বেগম রোকেয়া দিবস কাল •আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজ . বাংলাদেশ। ওয়ানডে সিরিজ
Untitled Document

২০১৭ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়বে.বিএইচ হারুন।

তারিখ: ২০১৬-১১-০৫ ২৩:১১:৪৩  |  ৫৩৫ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

বাংলাদেশের জন্য সৌদি আরবের কাছে ২০১৭ সালের হজযাত্রী কোটা বৃদ্ধির আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বিএইচ হারুন।

শনিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিম সময় তিনি এ কথা বলেন|

বিএইচ হারু বলেন, হজের কোটা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা ৬ সদস্যের প্রতিনিধি দল সৌদি আরবে যাচ্ছি , আশাকরি আলোচনার মাধ্যেমে ২০১৭ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ানো সম্ভব হবে।

সভাপতি জানান , সৌদি আরবের স্পীকার এর আমন্ত্রনে ৬ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল সৌদি আরব সফর করবেন। ৫-১৩ নভেম্বর,২০১৬ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সফরের সময় প্রতিনিধি দল সৌদি আরবের স্পীকারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

সৌদি আরবে অবস্থানকালে প্রতিনিধি দল সৌদি আরবের শ্রম মন্ত্রীর সাথে শ্রম বাজার নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এছাড়া সৌদি আরবের ধর্ম মন্ত্রী এবং নবনিযুক্ত ওআইসি-এর মহাসচিবসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈঠকে মিলিত হবেন। সভাপতি এ সফরকে প্রধানমন্ত্রী কর্তৃক সম্প্রতি সৌদি আরব সফরের ফলো আপ ও ইতিবাচক সফর হিসেবে অবিহিত করেন।

সফর প্রসঙ্গে তিনি আরও বলেন, শুধু হজ নয় দুই দেশের সংসদের অভিজ্ঞতা বিনিময়, শ্রমবাজার সম্প্রসারণ, শৃঙ্খলা সহযোগিতা ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হবে।

কমিটির অন্যান্য সদস্যের মধ্যে এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান) এমপি, মোঃ নূরল ইসলাম সুজন এমপি, মোঃ নজরুল ইসলাম বাবু এমপি এবং সাবেক এমপি বেনজির আহমেদ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

 

এ পাতার অন্যান্য সংবাদ

•হজ ব্যবস্থাপনার উন্নয়নে প্রশিক্ষণ গ্রহণ অপরিহার্য : ধর্মমন্ত্রী •আমতলীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত •প্রত্যেক উপজেলায় মসজিদ-মন্দিরসহ সামাজিক অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প •রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন •ওমরাহ পালনের জন্য বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার এখন মক্কায় •খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী •বিয়ে বাঁচাতে যখন অচেনা লোকের সাথে রাত কাটাতে হয় •যুক্তরাজ্যে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় দেড়'শ মসজিদ
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document