/* */
   Saturday,  Aug 18, 2018   2 PM
Untitled Document Untitled Document
শিরোনাম: •প্রধানমন্ত্রী আগামীকাল রমিজ উদ্দিন কলেজের নিকটে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন •লন্ডনে গঠিত বঙ্গবন্ধুসহ চার নেতা হত্যার তদন্ত কমিশনকে বাংলাদেশে আসতে ভিসা দেয়া হয়নি •প্রধানমন্ত্রী আগামী ৫ সেপ্টেম্বর পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন •কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে কোচিং বানিজ্য ॥ •কলাপাড়ায় স্লুইস সংস্কার ও রাস্তা মেরামতের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। •নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষিতে বিএনপির সরকার পদত্যাগের দাবির কোন বাস্তবতা নেই : তথ্যমন্ত্রী •মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় : শিল্পমন্ত্রী
Untitled Document

খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

তারিখ: ২০১৭-০৪-১০ ১০:৩২:০৯  |  ৩২৮ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

রাজস্থান (ভারত), : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে আজমীর শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।
ভারতে চারদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী সকালে নয়াদিল্লী থেকে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর দরগায় পৌঁছেন।
প্রধানমন্ত্রী দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন।
রাজস্থান শহরে অবস্থিত এই দরগা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সকল ধর্মের মানুষের একটি তীর্থস্থান। প্রতি বছর লাখ লাখ মানুষ এই দরগায় জিয়ারত করতে আসেন। সুফী সাধক খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) ১১৯২ সালে পারস্য থেকে আজমীর শরীফ আসেন।
শেখ হাসিনা বিকেলে রাজধানী নয়াদিল্লী ফিরে আসেন।
সর্ব ভারতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আজ দিনের শেষে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
সন্ধ্যায় শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
পরে তিনি রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং তাঁর সম্মানে আয়োজিত রাষ্ট্রপতির ভোজসভায় যোগ দেবেন।
শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে শুক্রবার নয়াদিল্লী পৌঁছেন।
শেখ হাসিনা তাঁর প্রতিনিধিদলের কয়েকজন সদস্যসহ সকাল ১১টায় মাজার প্রাঙ্গনে যান এবং ৩০ মিনিট অবস্থান করেন।
মাজারের খাদেম জানান, “তিনি তাঁর দেশের শান্তি ও সমৃদ্ধি এবং ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সু-সর্ম্পক কামনা করেন।”
শেখ হাসিনা মাজারে বিছিয়ে দেয়ার জন্য খাদেমের কাছে একটি চাদর দেন। মাজার কমিটি প্রধানমন্ত্রীকে বুলন্দ দরজায় স্বাগত জানান।(বাসস)


এ পাতার অন্যান্য সংবাদ

•হজ ব্যবস্থাপনার উন্নয়নে প্রশিক্ষণ গ্রহণ অপরিহার্য : ধর্মমন্ত্রী •আমতলীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত •প্রত্যেক উপজেলায় মসজিদ-মন্দিরসহ সামাজিক অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প •রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন •ওমরাহ পালনের জন্য বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার এখন মক্কায় •বিয়ে বাঁচাতে যখন অচেনা লোকের সাথে রাত কাটাতে হয় •যুক্তরাজ্যে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় দেড়'শ মসজিদ
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document