
ওমরাহ পালনের জন্য বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার এখন মক্কায়
তারিখ: ২০১৭-০৫-২৯ ২৩:১৩:৩০ | ২৮৮ বার পঠিত
0 people like this |
![]() |
![]() |
![]() |
---|
« আগের সংবাদ | পরের সংবাদ» |
ওমরাহ পালনের সময় পল পগবা
বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার পল পগবা ওমরাহ পালনের সৌদি আরবের মক্কায় গিয়েছেন। মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসের শুরুতে মি: পগবা মক্কায় যান।
গত রবিবার ফরাসী এ ফুটবলার মক্কা থেকে তার একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন।
সেখানে তিনি লিখেছেন, "আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।"
রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি টুইটারে একটি বার্তাও দিয়েছেন।
২৪ বছর বয়সী এ ফুটবলারকে গত গ্রীষ্ম মৌসুমে ১১৪মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে ব্রিটেনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
গত বুধবার সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপা লিগ কাপ জয় করে ম্যানচেস্টার ইউনাইটেড।
ছবির কপিরাইট পল পগবা
সে ম্যাচের পর মি: পগবা তার সুটকেস একটি ছবি শেয়ার করে বলেন, ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরব যাচ্ছেন।
মি: পগবা এর আগেও একবার হজ করেছিলেন।বিবিসি
এ পাতার অন্যান্য সংবাদ
•হজ ব্যবস্থাপনার উন্নয়নে প্রশিক্ষণ গ্রহণ অপরিহার্য : ধর্মমন্ত্রী •আমতলীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত •প্রত্যেক উপজেলায় মসজিদ-মন্দিরসহ সামাজিক অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প •রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন •খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী •বিয়ে বাঁচাতে যখন অচেনা লোকের সাথে রাত কাটাতে হয় •যুক্তরাজ্যে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় দেড়'শ মসজিদ