
কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও চাষী সমাবেশ অনুষ্ঠিত
তারিখ: ২০১৭-০৭-২৫ ০১:১৩:৩৭ | ২৫৪ বার পঠিত
0 people like this |
![]() |
![]() |
![]() |
---|
« আগের সংবাদ | পরের সংবাদ» |
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ২৩ জুলাই ।। পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম। আলোচনা সভা ও চাষী সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, বিলকিচ জাহান, কৃষি কর্মকর্তা মসিউর রহমান, কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ, ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির উপজেলা সভাপতি সালাম বিশ^াস প্রমুখ। আলোচনা সভা ও চাষী সমাবেশ শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাস পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী আলহাজ¦ মাহবুবুর রহমান এমপি ঘোষণা করেন, সকল খালকে উম্মুক্ত কিংবা প্রভাবশালীদের দখলমুক্ত করে জনগণের স্বার্থে মাছ শিকারের সুযোগ দেয়ার নির্দেশনা দেন।
এ পাতার অন্যান্য সংবাদ
•কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত ॥ •কলাপাড়ায় জোয়ারের পানিতে ভাসছে সাত গ্রামের ১০ হাজার মানুষ ॥ •আউশ ধানের উৎপাদন বাড়াতে কৃষকদের ৪০ কোটি টাকার বীজ ও সার দেবে সরকার কৃষিমন্ত্রী •আবাদি জমির সঙ্গে মিশে একাকার ,কলাপাড়ার পর্যটন পল্লী গঙ্গামতি সৈকতে যাওয়ার সংযোগ সড়কটির বেহাল দশা ॥ •কলাপাড়ায় পাট পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন •বরগুনার পায়রা নদীতে কুমিরের, ভয়ে জেলেদের মাছ শিকার বন্ধ •আমতলীতে পান চাষে পারভীন এখন স্বাবলম্বী