/* */
   Thursday,  Oct 18, 2018   3 PM
Untitled Document Untitled Document
শিরোনাম: •পবিত্র আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আছাদুজ্জামান মিয়া •বান্দরবানে কৃষি ব্যাংকের উদ্যোগে সিংগেল ডিজিট সুদে ঋণ বিতরণ •সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম বিদেশ সফর •জাতিসংঘ অধিবেশনে যোগদিতে শুক্রবার প্রধানমন্ত্রীর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ •রোহিঙ্গা বসতিতে কক্সবাজারের জীববৈচিত্র্য হুমকির মুখে : ইউএনডিপি •মর্যাদার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান •সংসদে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮ পাস
Untitled Document

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষিতে বিএনপির সরকার পদত্যাগের দাবির কোন বাস্তবতা নেই : তথ্যমন্ত্রী

তারিখ: ২০১৮-০৮-০৪ ০১:০৮:২৯  |  ৬১ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

কুষ্টিয়া, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষিতে বিএনপির নেতাদের সরকার পদত্যাগের দাবির কোন বাস্তবতা নেই।
শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান ও সরকারের পদত্যাগের দাবির প্রেক্ষিতে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের অভ্যন্তরে নানা ধরনের ঘটনা বা দুঘর্টনা ঘটে। সেই ঘটনা বা দুর্ঘটনা ঘটলে সরকারের ব্যার্থতা বলা হয় না। কোন দুর্ঘটনা ঘটলে সরকার সেটা আমলে নিয়ে প্রতিকার করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। সুতরাং বিএনপি নেতাদের দাবির কোন বাস্তবতা নেই।’
হাসানুল হক ইনু বলেন, ‘দুর্ঘটনা একজন চালক ঘটিয়েছে। এর সাথে সরকারের কোন সম্পর্ক নেই। প্রথম দিনই চালকের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিয়েছে। এখানে সরকারের পদত্যাগ করার প্রশ্নই উঠে না।’
তথ্যমন্ত্রী আরো বলেন, ছোটমনিদের নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনকে যারা সরকার বিরোধী আন্দোলনে রুপান্তারিত করার চেষ্টা করে তারা দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়। তারা দেশের মধ্যে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সুতরাং বিএনপিসহ যারা এ ব্যাপারে নাক গলানোর চেষ্টা করছে তাদের বলবো সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন। তাই নাক গলিয়ে কোন লাভ নেই।
এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।(বাসাস) :


এ পাতার অন্যান্য সংবাদ

•আগামী নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন : ফখরুলের উদ্দেশে কাদের • আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ৩০ জুন •আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি •দাদির মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর যোগদান •আগামী নির্বাচনে অংশ না নিলে বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না : নাসিম •খালেদার পাঁচ বছর কারাদণ্ড . •আওয়ামী লীগ নেতা অহিদ উল্লাহ জসিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

Top
Untitled Document